ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কনভেনশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কনভেনশন অনুষ্ঠিত বিজেপি যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির কনভেনশন /ছবি: বাংলানিউজ

আগরতলা: যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে শুক্রবার (২১ জুলাই) আগরতলায় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের মন্ত্রী পল্লব লোচন দাস, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জয় ব্যানার্জী, বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্যের অবজারভার সুনীল দেওধর, ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়, আদিবাসী মোর্চার সভাপতি রেবতী প্রমুখ।

কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে আসাম রাজ্যের মন্ত্রী বলেন, আগে উত্তর ভারতকে কেউ চিনতো না।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশের এই অংশের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে এ অঞ্চলের যুব সমাজের উন্নয়নের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে।

কনভেনশনে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যুবকরা যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।