সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক শেষে সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর।
তিনি বলেন, এসবের পেছনে গভীর ষড়যন্ত্র করেছে আইপিএফটি-এর এন সি দেববর্মা গোষ্ঠী, বিজেপি।
বিজন ধর বলেন, মূলত দু’টি কারণকে সামনে রেখে এই কাজ করেছে চক্রটি। এরমধ্যে একটি হচ্ছে-রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো ও রাজ্যের জাতি এবং আদিবাসী অংশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করাই উদ্দেশ্য ছিলো। এসব করেই বামফ্রন্ট সরকারকে হঠাতে চেয়েছিল তারা।
তিনি দাবি করেন, ৬ দফা দাবিকে সামনে রেখে আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ত্রিপুরায় প্রচারণা কর্মসূচি চালানো হবে। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-গরিব কৃষকদের ঋণ মওকুফ করা, কারখানা ও আই টি সংস্থাগুলোকে রোবটের ব্যবহার না করা, রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলোকে বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার দাবি।
আগরতলা মেলারমাঠে দলের রাজ্য কমিটির কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিজন ধর ছাড়াও পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসসিএন/এমএ