জানা গেছে, সোমবার (৩১ জুলাই) দিনগত রাতে স্থানীয় সময় সাড়ে ৯টায় এক দম্পতি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় দুবৃর্ত্তরা স্বামীকে মারধর করে স্ত্রীকে তুলে নিয়ে যায়।
রাতেই বোজংনগর থানা পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। কিন্তু সেই নারীর খোঁজ মেলেনি। অপহরণের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করেন। মঙ্গলবার (১ আগস্ট) সকালেও এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক, এসপি অভিজিৎ শপ্তর্ষীসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
জনতা ক্ষিপ্ত হয়ে থানায় ভাংচুর চালায়। পুলিশ এসময় লাঠিচার্জ করে। এরপর এলাকায় পশ্চিম জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বোজংনগর এলাকায় প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মীসহ জলকামান, রাখা হয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে প্রশাসনের কেউ কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসসিএন/আরআর