ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় দৃষ্টিহীন উন্নয়ন সমিতির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
আগরতলায় দৃষ্টিহীন উন্নয়ন সমিতির মিছিল আগরতলায় দৃষ্টিহীন উন্নয়ন সমিতির মিছিল

আগরতলা: ত্রিপুরা রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উন্নয়নের পক্ষে এবার পথে নেমেছেন ‘ত্রিপুরা দৃষ্টিহীন উন্নয়ন সমিতি’র সদস্যরা।

রোববার (৬ আগস্ট) আগরতলায় একটি মিছিলের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি রাজধানীর উমাকান্ত একাডেমির পার্শ্ববর্তী সংগঠনের কেন্দ্রীয় কমিটির অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলে শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন।

মিছিলের আগে সংগঠনের মুখ্য উপদেষ্টা অঞ্জন ভট্টাচার্য্য মিছিলের বক্তব্য রাখেন। দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য শারীরিক প্রতিবন্ধী মানুষের উন্নয়সহ কর্মসংস্থানের বিষয়ে ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।