ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
ত্রিপুরায় সংস্কারের দাবিতে সড়ক অবরোধ সংস্কারের দাবিতে সড়ক অবরোধ-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট থেকে কৈলাশহর যাওয়ার মূল সড়কটির সংস্কারের অভাবে বেহাল দশা। সড়ক সংস্কারের দাবিতে যানচালকরা সায়দাবাড়ী এলাকায় রাস্তা অবরোধ করেন। 

সোমবার (৭ আগস্ট) সড়ক অবরোধ করলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চালকেরা অভিযোগ করেন, সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই দায়িত্বপ্রাপ্ত পূর্ত দফতরের।

ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষসহ যানচালকদের।  

 দীর্ঘ যানজট-ছবি-বাংলানিউজচালকেরা আরও অভিযোগ করেন, রাস্তার বেহাল দশায় তাদের যান খুব দ্রুত বিকল হচ্ছে। যার জেরে গুণতে হচ্ছে বাড়তি অর্থ।

পুলিশ সদস্যরা অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হোন। পরে পূর্ত দফতরের কর্মকর্তারা এসে চালকদের রাস্তাটি দ্রুত সংস্কার করার প্রতিশ্রতি দিলে চালকরা অবরোধ তুলে নেন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।