ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিএসএফ জওয়ানদের রাখী পরালেন মহিলা মোর্চার সদস্যরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
বিএসএফ জওয়ানদের রাখী পরালেন মহিলা মোর্চার সদস্যরা বিএসএফ জওয়ানদের রাখী পরাচ্ছেন মহিলা মোর্চার সদস্যরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: রাখী পূর্ণিমা তিথিতে পরিবার-পরিজনদের ছেড়ে সীমান্তে দেশ রক্ষার কাজ করছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা। বোনদের কাছ থেকে রাখী পরতে না পেরে তাদের মনের কোণে জমেছে মেঘ। তাদের এই মেঘ কাটাতে এগিয়ে এলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চার সদস্যারা। 

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে বিএসএফ জওয়ান ভাইদের হাতে বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির মহিলা মোর্চার সদস্যারা রাখী পরিয়ে দেন।  

বিকেলে আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত জওয়ানদের রাখী পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান তারা।

এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশের সভানেত্রী পাপিয়া দত্ত।

রাখী বন্ধনের পর জওয়ানরা জানান, উৎসবের দিনে পরিবার-পরিজন থেকে হাজার হাজার মাইল দূরে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে মনের কোণে কিছুটা হলেও দুঃখ জমে। তবে মহিলা মোর্চার বোনদের রাখী সব দুঃখকে ভুলিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।