ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপির জনজাতি মোর্চার প্রতিবাদ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
বিজেপির জনজাতি মোর্চার প্রতিবাদ সভা বিজেপির জনজাতি মোর্চার প্রতিবাদ সভা

আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার প্রতিবাদ মিছিলের পর রাজধানীর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক প্রতিবাদ সভার আয়োজিত হয়েছে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, অভজারভার সুনীল দেওধর, দলের জনজাতি মোর্চার সভাপতি জিষ্ণু দেববর্মা প্রমুখ।

সম্প্রতি রাজনৈতিক হামলায় নিহত জনজাতি অংশের কর্মীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বলেন, উত্তরপূর্ব ভারতের মানুষের মন জয় করে নিয়েছে বিজেপি। ইতিমধ্যে আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যেও বিজেপি ক্ষমতায় আসবে।

তিনি বলেন, ভারতের স্বাধীনতার ৭০ বছরে নরেন্দ্র মোদির মতো একজন সফল প্রধানমন্ত্রী পেয়েছে দেশ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।