ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সিপিআই’র (এম) এর মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আগরতলায় সিপিআই’র (এম) এর মিছিল সিপিআই (এম) এর মিছিল। ছবি: ‍বাংলানিউজ

আগরতলা: খুমুলুঙ অঞ্চল অফিসে ও কর্মীদের বাইকে আগুন দেওয়ার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে সিপিআই (এম)।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে রাজধানীর মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।

মিছিলে জাতি জনজাতি অংশের সব বয়সের সমর্থকরা অংশ নেয়।

পাহাড়ি-বাঙালি অংশের মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতির আবহ বজায় রাখা ও রাজ্যের উন্নয়নে সামিল হওয়ার আহবান জানানো হয় মিছিল থেকে। পাশাপাশি হামলার জন্য আই পি এফ টিকে দায়ী করে তীব্র নিন্দা জানানো হয়।

সিপিআই (এম) নেতাকর্মীদের অভিযোগ, ৯ আগস্ট বি জে পি'র রাজনৈতিক ষড়যন্ত্রে ত্রিপুরার পরিকল্পিত এই হামলা চালায় অপর রাজনৈতিক দল আই পি এফ টি।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসসিএন/এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।