ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মানুষের কল্যাণে এগিয়ে আসুন: মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
মানুষের কল্যাণে এগিয়ে আসুন: মুখ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ১৪তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিন ছিল রোববার (১৩ আগস্ট)। 

রাজধানীর উমাকান্ত একাডেমির স্বামী বিবেকানন্দ অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

তিনি বলেন, মানুষ মানুষের সাহায্য ছাড়া এগোতে পারে না।

মানুষের সমস্যায় মানুষই এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। নিজ নিজ জায়গা থেকে মানুষের কল্যাণে কিছু করা সবারই কর্তব্য।  

সম্প্রতি চলতে থাকা বন্যায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।  

তিনি জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় রাজ্য সরকার সব রকম কাজ করছে। ভবিষ্যতেও করে যাবে।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীলিপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।