ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির জন্য সিপিআইএম’র জনসমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির জন্য সিপিআইএম’র জনসমাবেশ ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির জন্য সিপিআইএম’র জনসমাবেশ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের শান্তি-সম্প্রীতি উন্নয়ন গণতান্ত্রিক বাতাবরন অব্যাহত রাখতে বিরুধিদের সব চক্রান্ত পরাস্ত করার আহ্বানকে সামনে রেখে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সিপিআইএম খোয়াই জেলার বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে কাঠালবাড়ী কমিউনিটি হল প্রাঙ্গণে ওয়ার্ড ভিত্তিক এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক পদ্ব কুমার দেববর্মা।

এ সময় তিনি বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকারে লক্ষ্য হচ্ছে সুসময় ও দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো। এরই নাম জনদরদি বামফ্রন্ট সরকার। কংগেসের সরকারের চেয়ে বিজেপির সরকারের সময়ই কৃষক আত্মহত্যা বেরেছে বলে জানান তিনি।

তিনি বলেন, বামফ্রন্টের সরকারের আমালে সব ধরনের সুবিধা পেয়ে ত্রিপুরার কৃষকরা ভালো আছেন, যা ত্রিপুরা ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই।

জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন- সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক মন্ডলি সদস্য প্রনব চক্রবর্তী, সিপিআইএম অঞ্চল সম্পাদক শংকর দাস, সুর্য্য মোহন দাস প্রমুখ।

এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।