ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বন্যাদুর্গত নারীদের সহায়তায় মহিলা মোর্চা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ত্রিপুরায় বন্যাদুর্গত নারীদের সহায়তায় মহিলা মোর্চা ত্রিপুরায় বন্যাদুর্গত নারীদের সহায়তায় মহিলা মোর্চা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বন্যাদুর্গত নারীদের পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মহিলা মোর্চার সদস্যারা।

বন্যা কারণে যেসব নারী তাদের নিজ ঘর-বাড়িতে সবকিছু ফেলে আসতে বাধ্য হয়েছে তাদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন তারা।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিজেপি’র মহিলা মোর্চার সদস্যারা রাজধানী আগরতলার ইন্দ্রনগর স্কুলের আশ্রয় শিবিরে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন।

ওদিন প্রায় ২শ’ নরীকে শাড়ি দেওয়া হয়।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকার বন্যাদুর্গত নারীদের মাঝে কাপড় বিতরণ করেন। এদিন প্রায় ৪শ’ নারীকে কাপড় দেওয়া হয়।

এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপি’র মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যারা।

পাপিয়া দত্ত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) একাধিক শিবিরে গিয়ে বন্যাদুর্গত নারীদের শাড়ি-কাপড় বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।