ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিশ্ব ফটোগ্রাফি দিবসে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিশ্ব ফটোগ্রাফি দিবসে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী প্রদীপ জ্বালিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি: বাংলানিউজ

আগরতলা: বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আগরতলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। 

শনিবার (১৯ আগস্ট) বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দিবসটি উপলক্ষে 'ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে প্রদীপ জ্বালিয়ে এবং ক্যামেরায় ক্লিক করে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

এসময় পরিদর্শন বইয়ে মুখ্যমন্ত্রী লিখেন ‘আমি এই চিত্র প্রদর্শনী দেখে অভিভূত’।

 ক্যামেরায় ক্লিক করছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।  ছবি: বাংলানিউজমুখ্যমন্ত্রী চিত্র সাংবাদিকদের অনুরোধ করেন বিশ্ব ফটোগ্রাফি দিবসে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী আগরতলার বাইরে রাজ্যের বিভিন্ন শহরে করার জন্য।

প্রদর্শনীতে অ্যাসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন ধরনের মোট ৪৭টি রঙিন ও সাদা-কালো ছবি স্থান পেয়েছে। ক্ষামতাসীন বিজেপি'র ত্রিপুরা রাজ্যের দায়িত্ব প্রাপ্ত অবজারভার সুনিল দেওধর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।  ছবি: বাংলানিউজএদিকে সন্ধ্যায় ক্ষামতাসীন বিজেপি'র ত্রিপুরা রাজ্যের দায়িত্ব প্রাপ্ত অবজারভার সুনিল দেওধর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।