ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় রাজীব গান্ধীর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
ত্রিপুরায় রাজীব গান্ধীর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন ত্রিপুরায় রাজীব গান্ধীর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন, ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের সঙ্গে রোববার (২০ আগস্ট) ত্রিপুরা রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৩তম জন্মবার্ষিকী।

এদিনে ১৯৪৪ সালে প্রয়াত রাজীব গান্ধীর জন্মগ্রহণ করেছিলেন।

এ উপলক্ষে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে উপস্থিত নেতারা দলের পতাকা ও শাখা সংগঠনগুলোর পতাকা উত্তোলন করেন। তারপর নেতাকর্মীরা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন দলের বিধায়ক গোপাল রায়, দলের মিডিয়া সেলের নেতা তাপস দেব, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী প্রমুখ।

এরআগে ১৯৯১ সালের ২১মে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিলো সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।