ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ধরা পড়লো ‘বিরল’ প্রজাতির মাছ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
ত্রিপুরায় ধরা পড়লো ‘বিরল’ প্রজাতির মাছ ত্রিপুরায় ধরা পড়লো বিরল প্রজাতির মাছ, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত চিত্তামারা পঞ্চায়েতের বাসিন্দা জওহর লাল দাসের জালে আটকা পড়লো ‘বিরল‘ প্রজাতির একটি মাছ।

রোববার (২৭ আগস্ট) রাতে জওহর লাল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত মুহুরী নদীর শাখা মনু নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ করে তার জালে একটি ‘বিরল’ প্রজাতির মাছ উঠে আসে।

মাছটির রঙ হাল্কা কালো। এটির সারা শরীরে কাঁটা ভর্তি, ওজন প্রায় সাড়ে চারশ থেকে পাঁচশ' গ্রাম। বিরল প্রজাতির মাছ, ছবি: বাংলানিউজ

এ বিষয়ে এলাকার জেলেরা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা ওই নদীতে মাছ ধরেন। কিন্তু এ প্রজাতির মাছ আগে কখনো দেখেননি তারা।

সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে মাছটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ জওহর লালের বাড়িতে ভিড় জমাচ্ছেন। তবে এ ধরনের মাছ আগে কখনো দেখেননি বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।