ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মহিলা কমিশনের দ্বারস্থ বিজেপি ত্রিপুরা মহিলা মোর্চা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
মহিলা কমিশনের দ্বারস্থ বিজেপি ত্রিপুরা মহিলা মোর্চা সুষমা সাহু'র সঙ্গে প্রতিনিধি দল-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন ত্রিপুরা প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চা। রাজ্যে নারী নির্যাতন ঘটনার রাশ টানতে বিজেপি'র মহিলা ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেলের সঙ্গে স্বাক্ষাৎ করেন মহিলা মোর্চার সদস্যরা। কিন্তু তারপরও রাজ্যে নারী নির্যাতন না কমায় এবার দিল্লির রাষ্ট্রীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চা। 

মঙ্গলবার (২৯ আগস্ট) ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল দিল্লি যান।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু'র হাতে ডেপুটেশন তুলে দেন তারা।

ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তারা আহ্বান জানান।

সুষমা প্রতিনিধি দলকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।