ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পাচারকালে চোরাই কাঠসহ ট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ত্রিপুরায় পাচারকালে চোরাই কাঠসহ ট্রাক জব্দ ত্রিপুরায় পাচারকালে চোরাই কাঠসহ ট্রাক জব্দ

আগরতলা: বেআইনিভাবে সরকারি কাঠ পাচারকালে রাজ্যের খোয়াই জুমবাড়ী এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ ১০টি কাঠের লগ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) সকালে ওই এলাকার জঙ্গলাকীর্ণ রাস্তা থেকে ত্রিপুরা রাজ্যে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা বন দফতরের কর্মীরা কাঠের লগগুলো জব্দ করে।

অভিযানের নেতৃত্বে থাকা ফরেস্টার পিন্টু দেববর্মা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চোরা কারবারীরা একটি মিনি ট্রাকে করে সেগুনসহ মূল্যবান গাছের লগ তেলিয়ামুড়া থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় বনকর্মীরা ট্রাকটিকে আটক করে। বনকর্মীদের দেখে চালক ট্রাকিটি ফেলে জঙ্গলে দিকে পালিয়ে যায়। ট্রাকটিসহ গাছের লগগুলো তেলিয়ামুড়া বন দফতরের অফিসে নিয়ে আসা হয়।

ট্রাকটিতে মোট ১০টি গাছের লগ ছিলো। এগুলির বাজার মূল্য ৪০ হাজার রুপি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।