ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নীল তিমি’র হানা, ধরা পড়লো কলেজ ছাত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
আগরতলায় নীল তিমি’র হানা, ধরা পড়লো কলেজ ছাত্র আগরতলায় ছাত্রের হাতে নীল তিমি। ছবি: বাংলানিউজ

আগরতলা: এবার মারণ খেলা নীল তিমির জালে জড়িয়েছে ত্রিপুরা রাজ্যের এক কলেজ পড়ুয়া। তবে ঘাতক এই খেলায় আত্মঘাতী হওয়ার স্তরে যাওয়ার আগেই অন্যদের নজরে পড়ায় ওই ছাত্রের প্রাণ বেঁচে যায়।

নীল তিমি খেলায় ধরা পড়া ছাত্র।  ছবি: বাংলানিউজপ্রাণঘাতী খেলায় মত্ত এই ছাত্রের নাম নীলয় দাস।

তিনি ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারা মেডিকেল সায়েন্স কলেজ'র ব্যাচেলর ইন ল্যাব টেকনিসিয়ান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। কলেজের হোস্টেলে থাকতেন।
 
এ বিষয়ে কলেজের হোস্টেল সুপারিনটেনডেন্ট সঞ্জিব চক্রবর্তী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলানিউজকে জানান, বিষয়টি তাদের নজরে এলে ছাত্রটির অভিভাবকদের কলেজে ডেকে তাদের হাতে ‍তাকে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, হোস্টেল বা কলেজে পাঠরত অন্য কোন শিক্ষার্থী এই মারণ খেলায় মেতেছে কি না সেদিকে সতর্ক নজর রাখা হচ্ছে।

নীলয় দাস'র বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বলে জানান হোস্টেল সুপার।

এ ঘটনা প্রকাশ পাওয়ার পর রাজ্যের কিশোর-কিশোরীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারী কিশোর-কিশোরীদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা।

সম্প্রতি সারাবিশ্বেই ‘ব্লু হোয়েল’ খেলায় কিশোর-কিশোরীদের আত্মঘাতী হওয়ার প্রবণতা আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে। ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক জনের মৃত্যুও হয়েছে। ৫০ স্তরের এই খেলার চূড়ান্ত পর্বে কাউকে মারতে বা নিজে মরতে হয়। তার আগে হাত কেটে আঁকতে হয় নীল তিমি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।