ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই-টিএসইউ'র জয় জয়কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই-টিএসইউ'র জয় জয়কার ত্রিপুরায় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের পর উল্লাস। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন শেষ হয়েছে। এবারের নির্বাচনেও বামফ্রন্ট সমর্থিত দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত আছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোট গ্রহণ ও গণনা হয়। ভোটের আগেই ৯টি কলেজের সবকটি আসনসহ ৫শ' ২৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বামফ্রন্ট সমর্থিত দুই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বাকি ১৩টি কলেজে ২শ' ৪৯টি আসনে ভোট হয়। গণনা শেষে দেখা যায় ২শ' ২৩টি আসন পেয়েছে এসএফআই ও টিএসইউ জোট এবং বাকি ২৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থীত ছাত্র সংগঠন এবিভিপি'র প্রার্থীরা।

গণনা শেষ হতে হতে স্থানীয় সময় রাত প্রায় ১২টা বেজে যায়। এর পরই এসএফআই ও টিএসইউ সমর্থকরা বিজয়ীদের নিয়ে মিছিল করে ও আবির খেলায় মেতে উঠে।

অপরদিকে, রাজ্যে প্রথমবারের ছাত্র সংসদ নির্বাচনে নেমে এতো আসনে জয়লাভে খুশি এবিভিপি'র কর্মীরাও।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।