ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ত্রিপুরায় আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালিত ত্রিপুরায় আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালিত। ছবি: বাংলানিউজ

আগরতলা: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি রাজধানীর আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উমাকান্ত স্কুলের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক (ডিএম) মিলিন্দ রামটেকসহ রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বিষয়ক সচেতনতা সম্বলিত পোস্টার ও প্লে-কার্ড হাতে অংশ গ্রহণ করে।

ভূমিকম্প-অগ্নিকাণ্ডসহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে কীভাবে নিজেকে রক্ষা করা যায় এ বিষয়ের ওপর একটি মহাকরণে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিনির্বাপন দফতর, সাধারণ প্রশাসন, পুলিশ, টিএসআর, মহাকরণের কর্মচারীসহ বিদ্যুৎ ও অন্যান্য দফতরের কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজ্যের প্রতিটি মহকুমাতেও গুরুত্ব সহকারে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।