শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাত স্থানীয় সময় ৩টায় ট্রেনটি আগরতলা স্টেশনে পৌঁছায়।
সিনিয়র স্টেশন ম্যানেজার মুন্না কুমার যাদব জানান, আগরতলা থেকে দিল্লীর উদ্দেশে রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি।
তিনি জানান, আগরতলা থেকে দূরপাল্লার অন্য ট্রেনের পরিষেবারও উন্নয়ন চলছে। ত্রিপুরায় নতুন ব্রডগেজ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ধীরে ধীরে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।
রাজধানী এক্সপ্রেস ট্রেন আগরতলায় পৌঁছানোর খবর শুনে সকাল থেকে কৌতুহলী জনতা স্টেশনে এসে ভিড় জমান।
দ্রুতগামী এই ট্রেনটি চালু হলে ত্রিপুরাবাসীর পাশাপাশি বাংলাদেশের যেসব নাগরিক ত্রিপুরা হয়ে দিল্লীসহ অন্য জায়গায় যেতে যান তাদেরও সুবিধা হবে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসসিএন/আরআর