কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সি আই আই) ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
এসময় উপস্থিত ছিলেন- সি আই আই’র উত্তরপূর্বঞ্চলের চেয়ারম্যান অভিজিৎ বরাহ, নাবার্ডের জেনারেল ম্যানেজার সুনীল কুমার প্রমুখ।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন এলাকার আনারস চাষি ও আনারস ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপমুখ্যমন্ত্রী বক্তব্যে ত্রিপুরা রাজ্যের গুণাবলীর কথা তুলে ধরেন।
এদিন বিভিন্ন ব্যাংক থেকে আনারস চাষের সঙ্গে যুক্ত চাষিদের ঋণ দেওয়া হয়। উপমুখ্যমন্ত্রী তাদের হাতে চেক তুলে দেন।
প্রজ্ঞা ভবন হলের বাইরে স্থানীয় পর্যায়ে প্রক্রিয়া করা আনারসসহ ত্রিপুরায় কুটির শিল্পে উৎপাদিত অন্যান্য সামগ্রীর প্রদর্শনী করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এসসিএন/আরবি/