ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কাশ্মীরের ঘটনায় মুখ্যমন্ত্রী বিপ্লবের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কাশ্মীরের ঘটনায় মুখ্যমন্ত্রী বিপ্লবের নিন্দা

আগরতলা (ত্রিপুরা): ভারতের কাশ্মীর রাজ্যের পুলবামায় বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এর বাইরে নয় ত্রিপুরা রাজ্যও। 

পুলবামার ঘটনায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কাশ্মীরের পুলবামায় সংঘটিত জঙ্গি হামলায় শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই।

পাশাপাশি কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই। এ শোকের সময় ৩৭ লাখ ত্রিপুরাবাসী শহীদ এবং আহত সৈনিকদের পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে। আহত সৈনিকদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ কেন্দ্রীয় সরকারের সব শীর্ষ নেতৃত্বের উপর বিশ্বাস আছে যে তারা পুলবামার সংঘটিত কাপুরুষোচিত ঘটনার যথোচিত কড়া জবাব দেবেন।

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও এ ঘটনার নিন্দা ও মৃত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।