ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা আগরতলা প্রেসক্লাবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ২৭, ২০১৯
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা আগরতলা প্রেসক্লাবের আগরতলা প্রেসক্লাব। ছবি: সংগৃহীত

আগরতলা (ত্রিপুরা): সম্প্রতি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে একাধিক সাংবাদিক দুষ্কৃতিদের হামলার শিকার হয়েছেন, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। বেশিরভাগ সাংবাদিকই রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার খবর সংগ্রহের সময় আক্রান্ত হয়েছেন। 

রোববার (২৬ মে) রাতে এক বিবৃতিতে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এসব ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান।

এসময় তিনি সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, হামলার প্রতিটি ঘটনার পর আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের কোনো ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসসিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।