ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাউল উৎসব রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাউল উৎসব রোববার

আগরতলা (ত্রিপুরা): বিগত বছরের মতো এবারও আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হবে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই উৎসব।

উৎসবে বাংলাদেশ থেকে আগত খ্যাতিমান শিল্পীরা লালন, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, হাছন রাজাসহ বাংলার বিখ্যাত সব লোক গায়কদের গান পরিবেশন করবেন। একইসঙ্গে ত্রিপুরা রাজ্যের খ্যাতিমান শিল্পীরাও লোকগান পরিবেশন করবেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে প্রেস ব্রিফিং করে এ কথা জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।

তিনি বলেন, এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। তাই রাজ্যের সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানাই।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব এসএম আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।