ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আম্পান ত্রিপুরায় আঘাত না হানায় স্বস্তিতে সাধারণ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পান ত্রিপুরায় আঘাত না হানায় স্বস্তিতে সাধারণ মানুষ তবে দিনভর ত্রিপুরার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিও হতে পারে।

আগরতলা (ত্রিপুরা): সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্পানের তেমন প্রভাব পড়েনি ভারতের ত্রিপুরা রাজ্যে। তবে আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় অফিস বৃহস্পতিবারও (২১ মে) রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি রেখেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

বুধবার (২০ মে) আম্পান ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে বয়ে না গেলেও এর প্রভাবে রাজ্যের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে ঝিরঝির বৃষ্টি হয়েছে। শক্তিশালী এ সামুদ্রিক ঘূর্ণিঝড় এখন পর্যন্ত রাজ্যের কোনো ক্ষতি না করায় স্বস্তিতে রয়েছেন সাধারণ জনগণ। সংবাদমাধ্যমে এ ঝড়ের খবর শুনে মানুষ একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তেমনি ঝড় আঘাত হানলে কী করতে হবে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন।

আগরতলার রাধানগর এলাকার বাসিন্দা বিনোদ বিহারী দাস বাংলানিউজকে বলেন, ‘টেলিভিশনে ঝড়ের তাণ্ডব দেখে প্রচণ্ড ভয়ে ছিলাম কখন যে আমাদের এখানে এসে সব কিছু উড়িয়ে নিয়ে যায়। যদি রাতে আসে এই ভেবে ঠিকভাবে ঘুম আসেনি। সকালে যখন দেখলাম কিছু হয়নি তখন মন শান্ত হলো। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ২১, ২০২০
এসসিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।