ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে চলছে লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ত্রিপুরাজুড়ে চলছে লকডাউন ছেড়ে যায়নি দূরপাল্লার বাস/ ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে লকডাউন, চলবে ৩০ জুলাই পর্যন্ত।

রাজ্যের রাজধানী আগরতলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এদিন সকাল থেকে রাজধানী আগরতলার সবকটি বাজার বন্ধ রয়েছে।

বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে স্বল্প ও দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। রাস্তাঘাট ফাঁকা। সাধারণ মানুষের উপস্থিতি বাইরে প্রায় নেই বললেই চলে।

লকডাউন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করা যায় এজন্য প্রশাসনের তরফে বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশ এবং আধা সেনা জওয়ান মোতায়েন করে রেখেছে।

লকডাউনের মধ্যেও যেসব মানুষ যানবাহন বা পায়ে হেঁটে রাস্তায় বের হয়েছেন পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাদের দাঁড় করিয়ে বাইরে বেরোনোর কারণ জিজ্ঞাসা করছে। যদি তাদের উত্তরে পুলিশ সন্তুষ্ট না হয় বা বাইরে বের হওয়ার যথাযথ কাগজপত্র দেখাতে না পারেন তাদের পুনরায় বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

জরুরি পরিষেবা যেমন খাবার পানি, দুধের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ অত্যাবশ্যক পণ্যবাহী গাড়ি এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের লকডাউনের বাইরে রাখা হয়েছে।
করোনা ভাইরাস ছড়িয়ে যেতে যেন না পারে তার জন্য সরকারের তরফে এই লকডাউন ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।