ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় টিটিএএডিসি এলাকাজুড়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ত্রিপুরায় টিটিএএডিসি এলাকাজুড়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল টিটিএএডিসি এলাকাজুড়ে চলছে হরতাল

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এলাকাজুড়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল।  

টিটিএএডিসি এলাকাকে নিয়ে তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্য গঠনের দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে হরতালের ডাক দিয়েছে জনজাতিভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি)।

এদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে। চলবে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত। হরতালের জেরে টিটিএএডিসি এলাকায় সব দোকানপাটসহ যান চলাচল বন্ধ রয়েছে।  

এদিকে হরতাল চলাকালে রাজধানী আগরতলা শহরের মধ্যে যানবাহন চলাচল করলেও মোটরস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না।

আইপিএফটির সহ-সাধারণ সম্পাদক ও মুখপাত্র মঙ্গল সংবাদমাধ্যমকে জানান, হরতাল সর্বাত্মক ও শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। তবে সবধরনের জরুরি পরিষেবা হরতালের বাইরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।