ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বন্যহাতির আক্রমণে মৃত্যু হলো ভালোবাসার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
বন্যহাতির আক্রমণে মৃত্যু হলো ভালোবাসার ফাইল ফটো

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরায় হাতির আক্রমণে ভালোবাসা দাস (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে খোয়ায় জেলার মুঙ্গিয়াকামি থানাধীন জুমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভালোবাসা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনির সমীর দাসের স্ত্রী।

এলাকাবাসী জানিয়েছেন, অন্যান্য দিনের মত বৃহস্পতিবার ভালোবাসা গরু চরাতে স্থানীয় জুমবাড়ি এলাকায় যান। সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে আচমকা তার ওপর আক্রমণ করে বন্যহাতির দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। রাত হয়ে গেলেও ভালোবাসা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় সময় রাত ১০টার দিকে গ্রামবাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।