ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আগরতলায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আগরতলায় মিছিল

আগরতলা (ত্রিপুরা): বামফ্রন্ট সমর্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের অভিযোগ- চার বছর ধরে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এতে একদিকে রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থা।

এই পরিপ্রেক্ষিতে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের রুটি রুজির লড়াইকে আরও গতিশীল করতে আগরতলায় এক বাইক মিছিলের আয়োজন করে বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন গণতান্ত্রিক ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) এবং ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ মিছিলের আয়োজন করা হয়।

এদিন রাজধানীর মেলার মাঠ এলাকা থেকে এই দুই সংগঠনের সদস্যরা বাইক এবং স্কুটি নিয়ে মিছিল শুরু করে। পরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার মেলার মাঠ এসে শেষ হয় মিছিল।

মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআইয়ের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি, ২০২২
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।