রিয়াদ: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তথা ডিজিটাল পাসপোর্টের যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ আইয়ুব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআরপি এনরোলমেন্টের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে গোলযোগ দেখা দেওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রিয়াদ দূতাবাসের অপর একটি সূত্র বাংলানিউজকে জানায়, পুরান যন্ত্রপাতি নতুন জায়গায় স্থানান্তরের পর নতুন ভবনে ঠিকমতো কাজ করছিল না। তাই এনরোলমেন্ট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ১০/১২ দিনের মধ্যে ফের কাজ শুরু করা সম্ভব হবে বলেও জানায় সূত্রটি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫