রিয়াদঃ নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য মক্কায় পবিত্র হারাম শরীফের বিভিন্ন ফ্লোর এবং আঙ্গিনায় উচ্চক্ষমতা সম্পন্ন ৫ হাজার ক্যামেরা বসানো হয়েছে।
সৌদির হজ এবং ওমরাহ অধিদপ্তরের তথ্যমতে, রমজানের প্রথম ১০ দিনে প্রায় ৮০ লাখ মানুষ হারাম শরীফ পরিদর্শন করেছেন।
মিনারের কন্ট্রোল সেন্টার থেকে এ ক্যামেরা নিয়ন্ত্রন করা হচ্ছে। মনিটরিং কর্মকর্তারা নিয়মিত হালনাগাদ রিপোর্ট করে থাকেন।
সেন্টার ছাড়াও কর্মকর্তারা ওয়াকি-টকির মাধ্যমে আগমন এবং বর্হিগমন তদারকিতে সার্বক্ষণিক ব্যস্ত সময় কাটাচ্ছেন।
মনিটরিং কেন্দ্রের মহাপরিচালক মেজর জেনারেল সাদ বিন আব্দুল্লাহ আল খেলাউই বলেন, ক্যামেরা থেকে প্রাপ্ত সব তথ্য পরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেন্দ্রে প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য পিক আওয়ারে (ইফতারের আগে এবং তারাবির নামাজের পর) নিরাপত্তা টিম কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
কেএইচ/