ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদ দূতাবাসে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
রিয়াদ দূতাবাসে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কনস্যুলার ভবনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন খোদ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ পাসপোর্টের কাজের আসা কয়েক হাজার বাংলাদেশি।



মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। বেলা ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট ছিল।

রিয়াদে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা প্রবাসীরা। একই সঙ্গে পাসপোর্টসহ অন্যান্য কাজেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ