ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মক্কায় ক্রেন দুর্ঘটনা

নিহতদের দুই স্বজনকে হজের সুযোগ,পঙ্গুদের ২ কোটি টাকা

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নিহতদের দুই স্বজনকে হজের সুযোগ,পঙ্গুদের ২ কোটি টাকা ছবি: সংগৃহীত

রিয়াদ: মক্কার মসজিদ আল হারামে ক্রেন ভেঙে মারা যাওয়া ১১১ ব্যক্তির প্রত্যেক পরিবার থেকে দুইজনকে ২০১৬ সালে সৌদি বাদশার মেহমান হিসাবে হজ করার সুযোগ দেয়া হবে। এছাড়া দুর্ঘটনায় স্থায়ীভাবে পঙ্গু হওয়া ব্যক্তিদের প্রত্যেককে ১ মিলিয়ন রিয়াল বা ২ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।



পাশাপাশি যারা মারাত্মক আহত হওয়ার কারণে এ বছর হজ করতে পারবেন না তারাও আগামী বছর সৌদি বাদশার মেহমান হয়ে হজ করার সুযোগ পাবেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাময়িকভাবে আহত প্রত্যেক ব্যক্তিকে সৌদি সরকারের পক্ষ থেকে ৫ লাখ রিয়াল বা ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় প্রবাহিত হওয়ার সময় মক্কার পবিত্র মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। আহত হয়েছেন ৩৩১ জন।

দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু এবং ৪০ জন বাংলাদেশি হজযাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন (সরদার আব্দুর রব) ছাড়া সবাই চিকিৎসা শেষে হোটেলে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ