রিয়াদ: হজের আনুষ্ঠানিকতা শুরুর আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো হজ কার্ড পাননি মাকাম হজ গ্রুপের মাধ্যমে হজের উদ্দেশ্যে সৌদি আরবে আসা ৪৫ বাংলাদেশি।
মাকাম হজ গ্রুপের মাধ্যমে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, এজেন্সির চাহিদা অনুযায়ী তিন লাখ ৪০ হাজার টাকা দিয়ে হজ পালনের জন্য সৌদি আরবে এসেছি।
সমস্যার কথা স্বীকার করে মাকাম হজ গ্রুপের মোয়াল্লেম এনায়েত (নেয়ামত) বাংলানিউজকে বলেন, বিষয়টি সরকার দেখছে।
টাকা নিয়েছেন আপনারা সরকার দেখবে কেনো? এমন প্রশ্নের উত্তরে কোনো সদুত্তর দিতে পারেননি মাকাম হজ গ্রুপের মোয়াল্লেম এনায়েত।
এ বিষয়ে জানতে হজ প্রশাসনিক দলের উপনেতা ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীরকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএএ/জেডএস