রিয়াদ: ফ্রান্সের প্যারিসে শুক্রবার রাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল-আজিজ আল সউদ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, বাদশা সালমান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে টেলিফোনে সন্ত্রাসী হামলার নিন্দা জানান।
সন্ত্রাসবাদ ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে মন্তব্য করে বাদশা বলেন, সন্ত্রাসবাদ গোটা পৃথিবীর শান্তির জন্য হুমকি। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়তে হবে। সন্ত্রাসীদের হাতে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট হতে দেওয়া যাবে না।
এদিকে, বাদশা সালমান টুইটারের এক বার্তায় বলেন, ইসলামে এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।
শুক্রবার দিনগত রাতে প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএইচএস/আইএ