রিয়াদ: সৌদি আরবে ২৪ নভেম্বরের পরেও বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন গ্রহণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটিতে এমআরপি দেওয়ার কাজে নিয়োজিত আউটসোর্সিং কোম্পানি আইরিশ করপোরেশন বারহাড’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বাংলানিউজকে এ তথ্য জানান।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নতুন নিয়ম অনুযায়ী ২৪ নভেম্বরের পর কেউ হাতে লেখা পাসপোর্ট দিয়ে উড়োজাহাজে ভ্রমণ করতে পারবে না বলা হয়েছিলো।
তিনি বলেন, যেসব প্রবাসীদের এমআরপি এনরোলমেন্ট করা হয়েছে। তাদের হাতে আইরিশ করপোরেশন বারহাট’র এমআরপি পৌঁছে দেবে, এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।
আইরিশ করপোরেশন বারহাট সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২৬ হাজার এনরোলমেন্ট করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার এনরোলমেন্ট এমআরপি ছাপার জন্য অনুমোদিত হয়েছে। বাকি তিন হাজার ডেমোগ্রাফিক সমস্যায় ঝুলে আছে। এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তবে ২৪ নভেম্বরের মধ্যেই রিয়াদ দূতাবাস, জেদ্দা কনস্যুলেট ও আইরিশের এমআরপি করার আহ্বান জানান মোস্তাফা কামাল।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ওএইচ/টিআই