ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদ ইংলিশ স্কুলে বিজ্ঞান-শিল্প-সংস্কৃতি মেলা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রিয়াদ ইংলিশ স্কুলে বিজ্ঞান-শিল্প-সংস্কৃতি মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদে (ব্রিটিশ কারিক্যুলাম) অনুষ্ঠিত হয়ে গেলো বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি মেলা-২০১৫।

শনিবার (০৫ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গণে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে মেলা চলে রাত ১০টা পর্যন্ত।



শিক্ষার্থীরা বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি বিষয়ে প্রায় চারশ’ প্রকল্প উপস্থাপন করে মেলায়।

প্রধান অতিথি হিসেবে মেলার বিভিন্ন স্টল ও প্রজেক্ট পরিদর্শন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল বাশার, ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল বজলুর রশিদ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক মেলায় উপস্থিত ছিলেন।

গ্রেড ভিত্তিক প্রকল্পগুলোর মধ্য থেকে বিজয়ীদের আগামী কয়েকদিনের মধ্যে পুরস্কার দেবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রকল্প পরিদর্শন শেষে রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের বলেন, ছেলে-মেয়েদের প্রকল্প উপস্থাপন দেখে আমি অভিভূত। দূতাবাস সব সময় বিদ্যালয়ের সঙ্গে ছিলো এবং আগামীতেও একে সব ধরনের সহযোগিতা দেবে।

দীর্ঘ আট বছর পর এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত মেলায় আগত অভিভাবক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ