ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদি বাদশার উপদেষ্টার সঙ্গে মুফতি ইব্রাহীমের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
সৌদি বাদশার উপদেষ্টার সঙ্গে মুফতি ইব্রাহীমের সৌজন্য সাক্ষাৎ

রিয়াদ: সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের উপদেষ্টা, সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য ও ইফতা বোর্ডের অন্যতম সদস্য শায়খ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল মুতলাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী আলোচক, টিভি ভাষ্যকার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম।

রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুতলাকের অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



এতে বিভিন্ন ইসলামিক সেন্টারের বাংলাদেশি দায়ী, আল-ইমাম এবং কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিশ্ব মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা এবং এ অবস্থায় ওলামায়ে কেরামদের করণীয়, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্পর্কে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ