ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

আবুল হোসেনের উপর হামলার প্রতিবাদে প্রসাফের সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ১০, ২০১৬
আবুল হোসেনের উপর হামলার প্রতিবাদে প্রসাফের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি'র (বাবিসাস) সভাপতি ও বিনোদনধারা পত্রিকার সম্পাদক আবুল হোসেন মজুমদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

সোমবার (০৯ মে) রাতে বাথার আল মারজান হলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির।

ফোরামের দফতর সম্পাদক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রসাফ'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ভুট্টু, আরিফ মৃধা, সহিদুল ইসলাম, মহি মনি, বিশিষ্ট ব্যবসায়ী এনাম হক, মাসুদ পারভেজ খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দফতর কিন্ত তারা আজ প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে সাংবাদিকরা সন্ত্রাসীদের হামলার শিকার হন। তবে এখন পর্যন্ত সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। অবিলম্বে বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তরা।

সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত এবং আহত সকল সাংবাদিকদের উপর হামলার মাললা দ্রুত বিচারের ট্রাইব্যুনালের মাধ্যমে অবসানের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ