ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

কাতারে বিজয় দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
কাতারে বিজয় দিবস উদযাপন বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

কাতার: কাতারের রাজধানী দোহায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে শুক্রবার (২২ ডিসেম্বর) নাজমার শালিমার হোটেলে বিজয় দিবস উদযাপন করা হয়।  

বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সহ-সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন মালেক আহমেদ ও জি এস সুমন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ফরিদুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার আবু রায়হান, প্রবীণ রাজনীতিবিদ বোরহান শরীফ, নজরুল ইসলাম সিসি, আনা মিয়া, কফিলউদ্দিন আহমেদ, এহসানুল ভূইয়া, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি শহিদুল্লাহ হায়দার, শাহাদাত নাসের, আনোয়ার শাহ, এনামুল হক প্রমুখ।

আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাইফুর রহমান সবুজ, মো. ইউসুফ, জাসদের সভাপতি ইসমাইল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ও শাহ আলম মায়া, বঙ্গবন্ধু নৌকার প্রজন্মের সভাপতি কাজী আশরাফ, যুবলীগ নেতা সেলিম রেজা, দেলোয়ার হোসেন, মাসুদ শেখ, মাইজার শাখার সভাপতি মোল্লা মো. রাজিব রাজ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, নাজমা শাখার সভাপতি আল আমিন খান, কামরুজ্জামান কামরুল লিমন শাহ, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক রনি, আনহার আনু, লিমন শাহ, সাইমন আজাদ তালুকদার, মোহাম্মদ ইসমাইল, এস এম মুরাদ হোসেনসহ বিভিন্ন শাখা কমিটির নেতারা।  

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, চট্টলবীর সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. গোলাম মোস্তফা আহমেদের আত্মার মাগফেরাত কামনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।  

এ সময় বক্তরা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীনতার মূল্যবোধকে জাগ্রত করতে তরুণ প্রজম্নকে এগিয়ে আসার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন।

পরে চিরন্তন বাউল সংঘের শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ