রোববার (২২ এপ্রিল) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ মেলা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন পৃথিবীর পথে পথে মানুষের মাঝে শুধু সম্পর্কের উত্তরণই ঘটায় না, বিনিয়োগ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আরব দেশসমূহ, বাংলাদেশ রিলিজিয়াস ট্যুরিজম এবং হালাল ট্যুরিজমকে প্রমোট করতে একসঙ্গে কাজ করতে পারে।
এ সময় বিটিবির পরিচালক নিখিল রঞ্জন রায়, কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর এস বদিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মন্ত্রী শ্রীলংকা, মরিশাস এবং মালদ্বীপের পর্যটনমন্ত্রীদের সঙ্গে পর্যটন শিল্পের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠক করেন এবং তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এইচএ/