ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ম্যাপ

ঢাকা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ বাংলাদেশি।

বুধবার (৪ জুলাই) ভোরে ওই বাংলাদেশিদের বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা কবলে পড়ে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট থেকে নিহত একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের মোহসিন হোসাইনের পুত্র মনিরুল ইসলাম। নিহতদের মরদেহ জেদ্দায় বাদশাহ ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

আহতদের মধ্যে জেদ্দার বাদশাহ ফাহাদ হাসপাতালে ৪ জন, বাদশাহ আবদুল আজিজ হাসপাতালে ২ জন, সৌদি জার্মান হাসপাতালে ৩ জন ও বাদশাহ আব্দুল্লাহ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮/আপডেট ২১০০ ঘণ্টা
টিআর/এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ