ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

প্রবাসীদের রেমিট্যান্স দেশের উন্নয়নে অবদান রাখছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
প্রবাসীদের রেমিট্যান্স দেশের উন্নয়নে অবদান রাখছে বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আমিরাত সফরে গেলে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ মার্চ) সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রবাসীদের নওফেল বলেন, আপনারা প্রত্যেকে দেশের রাষ্ট্রদূত।

আপনারা এখানের আইন মেনে দেশের সুনাম বৃদ্ধি করবেন।

তিনি বলেন, আপনারা দেশের উন্নয়নের অংশীদার। কারণ আপনাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে অবদান রাখছে।  

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মো. ইমরান, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সংগঠনের সহ-সভাপতি শওকত আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ