ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

ট্যুরিজম সেক্টরের সম্ভাবনা অপার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ট্যুরিজম সেক্টরের সম্ভাবনা অপার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টি হ্যাভেন রিসোর্ট (শ্রীমঙ্গল) থেকে: ঠিকমতো নজর দিলে ট্যুরিজম সেক্টর গার্মেন্ট বা ম্যানপাওয়ার সেক্টরসহ সব সেক্টরকে ছাড়িয়ে যাবে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক বদরুজ্জামান ভূইয়া।

তিনি বলেন, ট্যুরিজম সেক্টরে আমাদের অপার সম্ভাবনা, এই সেক্টরে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।

ট্যুরিজম সেক্টর নিয়ে যথাযথ পরিকল্পনা করে করে এগোতে হবে।

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে গবেষণাকারী এই বিশেষজ্ঞ আরও বলেন, কক্সবাজার সারা পৃথিবীর কাছে পরিচিত। সৈকতের কারণে কক্সবাজারে স্টেডিয়াম গড়ে উঠেছে, সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে, অর্থনৈতিকভাবে মানুষের উন্নয়ন হচ্ছে।

কক্সবাজার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় এক সেমিনারে অধ্যাপক রাশেদুল হাসান যখন জানান কক্সবাজার ১২৫ বর্গকিলোমিটার দীর্ঘ, তখন এক অস্ট্রেলীয় বিস্ময়াভূত হন।  

বদরুজ্জামান ভূইয়া বলেন, এতো বড় রিসোর্সের মালিক আমরা। একে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, তবে ট্যুরিজম অনেক দূর এগিয়ে যাবে।  

তার অভিমত, পাতায়া সমুদ্র সৈকত মাত্র ৩-৪ কিলোমিটার দীর্ঘ। কিন্তু অস্ট্রেলিয়া, কানাডাসহ উন্নত সব দেশের পর্যটকরা সেখানে যান। তাই কক্সবাজারে ঠিকমতো নজর দিতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

তবে ট্যুরিজম সেক্টরকে এগিয়ে নিতে হলে একটি মাস্টারপ্ল্যান করে তার বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন বদরুজ্জামান ভূইয়া।  

ট্যুরিজমের বিকাশে ট্যুরিস্ট জোনের ট্রান্সপোর্টেশন ব্যবস্থার উন্নয়ন, ট্যুরিস্টদের নিরাপত্তা ও ট্যুরিস্ট এলাকার তথ্যের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও পরামর্শ দেন তিনি।

শুক্রবার (২২ জুলাই) সকালে শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টে বাংলানিউজ আয়োজিত ‘বছরজুড়ে দেশ ঘুরে: সিলেটে পর্যটন’ শীর্ষক বিশেষজ্ঞ আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করছিলেন বদরুজ্জামান ভূইয়া।

সকাল সাড়ে ৯টার পর বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেননের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। এরপর বাংলানিউজের সিনিয়র আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল এবং অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ ‘বছরজুড়ে দেশ ঘুরে: সিলেটে পর্যটন’ বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন। প্রেজেন্টেশনে তারা সিলেটে পর্যটন সংক্রান্ত বাংলানিউজে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট তুলে ধরেন।

আলোচনায় সিলেট বিভাগের পর্যটন সম্ভাবনা ও সমস্যা নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞরা। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পর্যটন সংশ্লিষ্ট একদল বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও।


আলোচনায়  অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক রাশেদুল হাসান, সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান সমন্বয়কারী আবদুল হাই আল হাদী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, আফজাল হোসেন, বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী তানিয়া খান, পর্যটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম মোশাররফ হোসেন, সরীসৃপ গবেষক শাহরীয়ার সিজার রহমান ও ট্রাভেলার রিয়াসাদ সানভী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোবাশ্বির আলী মুন্না, সিলেট ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. ইউসুফ আলী, মানিক চাঁদ রুদ্র পাল, সৈয়দ রিফাত জামান রিজবী, ডিভিশনাল ট্যুর গাইড অ্যাসিয়েশনের  খালেদ হোসেন,  কামরান, আহাদ, শেখর রিজবী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ক্রেলের রিজওনাল কোঅর্ডিনেটর (নর্থ ইস্ট জোন) মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, ক্রেলের নর্থ ইস্ট জোনের কমিউনিকেশন অফিসার ইলিয়াস মাহমুদ, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস প্রমুখ।

দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের এ অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে হোটেল শ্রীমঙ্গল ইন, টি হ্যাভেন রিসোর্ট, ইস্পাহানি, হোটেল নির্ভানা ইনসহ সিলেট-শ্রীমঙ্গলের শুভানুধ্যায়ীরা।


বাংলাদেশ সময়: ১৩০৬  ঘণ্টা,  জুলাই ২২, ২০১৬
এমআই/এমজেএফ/এসএনএস/এসএম/এমএ/এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ