ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

নীল ছুঁই ছুঁই নীলগিরিতে নীলের মেলা সারাবেলা

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
নীল ছুঁই ছুঁই নীলগিরিতে নীলের মেলা সারাবেলা ছবি: আবু বকর

নীলগিরি (বান্দরবান) ঘুরে: পাহাড়ের গায়ে আকাশ ছুঁই ছুঁই সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ। চিম্বুক পাহাড় পেরিয়ে যেতেই কিছু দূরে চোখে ভাসছে সুউচ্চ দূর পাহাড়।

সবুজের ফাঁকে ফাঁকে ছোট্ট সাজানো গুছানো অট্টালিকা। সেখানে নীল আকাশে মেঘের সঙ্গে খেলা করছে নীল পাহাড়।

দুই হাজার দুইশ’ ফুট উচ্চতায় পাহাড়ের উপর উঠে মেঘের সঙ্গে মিতালি করতে হলে আপনাকেও যেতে হবে বান্দরবান জেলার নীলগিরি পাহাড় চূড়ায়। নীলিগিরিতে উপরে উঠতে পারলেই চোখ জুড়াবে। চারদিকে শুধুই নীল আর নীল। নীল আকাশে সাদা মেঘের ভেলা। পাহাড় ধরে বয়ে যাওয়া দূরের সাঙ্গু নদী অপূর্ব দৃশ্য তৈরি করেছে নীলগিরিতে।

পাহাড়ের পূর্ব দিকে সাঙ্গু নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া সাদা মেঘের ভেলা মন ভরিয়ে দেয়। কখনও-কখনও মেঘ স্পর্শ করবে নীলগিরি। আর পাহাড়ের উপর থেকে চারিদিকের পাহাড়গুলো চোখের ফ্রেমে উঠে আসবে সহজেই।  

বান্দরবন জেলা সদর থেকে থানচি পথে আড়াই ঘণ্টা ধরে যেতে যেতে চোখে পড়বে শৈলপ্রপাত ও চিম্বুক পাহাড়। এর কিছু দূরে এম্পুপাড়ার পরই নীলগিরি। পাহাড়ের ওপর নীলগিরি হিল রিসোর্ট। পর্যটকদের আকৃষ্ট করতে প্রবেশ মুখের পরই পোড়া মাটির আদলে পাহাড়িদের ঐতিহ্যের স্মারক বহন করা সাইন বোর্ড স্বাগত জানায়।

রিসোর্টে অতিথিদের জন্য দু’টি কটেজ- মেঘদূত ও মেঘালয়। মেঘের সঙ্গে মিলে সেগুলোর নামকরণ। রয়েছে ক্যান্টিন ও সম্মেলন কক্ষ। একটু দূরেই হ্যালিপ্যাড।

গত ১৮ অক্টোবর বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে দেখা গেল নীলগিরিতে এসেছেন পর্যটকরা। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলার সঙ্গে ছবি তুলে দারুণ মুহূর্ত উপভোগ করছিলেন তারা।  

সেনাবাহিনী পরিচালিত এই পর্যটন স্পটটিতে প্রবেশ করতে হলে জনপ্রতি ৫০ টাকা দিতে হবে। আর গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হবে ৩০০ টাকা।

রিসোর্টের প্রবেশ মুখের আগেই স্থানীয় পাহাড়িদের ফল-ফলাদির দোকানেও তৃষ্ণা মেটানোর জন্য রয়েছে পাকা তাজা পেঁপে, জাম্বুরা, পেয়ারাসহ নানা ফল।

আরও পড়ুন-

** কুমারী ঝরনা’র ঝলক!
** ঝরনা নদী পাহাড়ের দেশ থানচি: পর্যটকদের প্রয়োজন নেটওয়ার্ক
** নাফাকুম যাত্রা, সত্যিই দুঃসাহসিক! 

** পথে পথে 'ডিম্ব পাথর'
** সাঙ্গুর বাঁকে 'ডিম’ পাহাড়ে, বিকেলেই সূর্য ডুবে!
** দুর্গম পাহাড়ের আড়ালে অপূর্ব দু’টি ঝরনা
** লেকের ধারে পাহাড়পাড়া, মেঘের কোলে স্বর্গীয় লীলাভূমি!
** ঝরনায় ফেলছে বোতল-প্লাস্টিক, দেখার নেই কেউ?
** টাকার গাছ!
** পাহাড়ি ঝরনায় পর্যটকের সঙ্গী যখন মুলি বাঁশ
** পাহাড়িদের প্রিয় খাবার নাপ্পি’র সাতকাহন
** সাদা রঙের হলুদ আর আদা ফুল অনন্য, পর্যটকের কাছেও আকর্ষণীয়
**  ভরা মৌসুমে পর্যটক টানছে পাহাড় ঘেরা খাগড়াছড়ি
** পাহাড়ে উদ্ভাবিত ফলের জাত ছড়াচ্ছে সারাদেশে
** ওয়ান স্টপ সার্ভিসের প্রস্তুতি নিচ্ছে বান্দরবান পুলিশ

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এমআইএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ