ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ভোটের-কথা

প্রকাশিত খবরের প্রতিবাদ জানালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
প্রকাশিত খবরের প্রতিবাদ জানালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলানিউজের বিশেষ আয়োজন ‘মাঠে-ঘাটে ভোটের কথা’য় আত্মীয়-স্বজনে জনবিচ্ছিন্ন প্রতিমন্ত্রী নুরুজ্জামান শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বুধবার (১৪ জুন) বাংলানিউজে পাঠানো প্রতিবাদে বলা হয়েছে, ১৩ জুন প্রকাশিত স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান পরিবেশিত সংবাদটি সম্পূর্ণরূপে বানোয়াট, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। প্রতিমন্ত্রী সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদে প্রতিমন্ত্রী বলেন, প্রকাশিত সংবাদে প্রতিমন্ত্রীকে জনবিচ্ছিন্ন নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই হাস্যকর। তার আসনের ত্যাগী দলীয় নেতাকর্মীতো দূরের কথা, একজন হতদরিদ্র মানুষও যখন তখন এলাকার বাড়ি বা ঢাকায় এসে তার সরকারি বাসভবনে কোনো ধরনের বাধা ছাড়াই দেখা করেন। তাই প্রকাশিত প্রতিবেদনে ‘ধারে কাছে ভিড়তে না পারার’ অভিযোগটি একেবারেই মনগড়া।

আত্মীয়-স্বজন পরিবেষ্টিত হয়ে টিআর, কাবিখা, রাস্তাঘাট তৈরিতে দুর্নীতির বিষয়টিও অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী।

ছেলে রাকিবুজ্জামান আহমেদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পিএস হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঞণ্টা, জুন ১৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।