ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

অপার মহিমার রমজান

শয়তানের অনিষ্টতা থেকে হেফাজতে থাকার দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
শয়তানের অনিষ্টতা থেকে হেফাজতে থাকার দোয়া

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ কালেমা দৈনিক একশ’ বার পড়বে সে দশটি কৃতদাস মুক্ত করার সওয়াব পাবে। তার জন্য একশ’ নেকি লেখা হবে।

তার একশ’ গুনাহ ক্ষমা করা হবে। এ আমলটি ওই দিনে সন্ধ্যা পর্যন্ত শয়তানের হেফাজতে থাকার উসিলা হবে। আর শুধুমাত্র ওই ব্যক্তির আমল তার চেয়ে উত্তম হবে যে ব্যক্তি তার চেয়ে বেশি পরিমাণে পাঠ করবে। -সহিহ বোখারি : ৩২৯৩ ও সহিহ মুসলিম : ৭০১৮

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ: এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তার কোনো শরিক নেই। সকল সার্বভৌমত্বের মালিক তিনি। তার জন্যই সকল প্রশংসা। তিনি সকল বিষয়ে ক্ষমতাবান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, জুন ২৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।