ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

অপার মহিমার রমজান

অফুরন্ত সওয়াব লাভের দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
অফুরন্ত সওয়াব লাভের দোয়া

হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, একবার জনৈক ব্যক্তি নীচের বাক্যটি বলল। বাক্যটি শোনে আমল লিপিবদ্ধকারী দু’ফেরেশতা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন।

তারা বুঝতে পারলেন না, এ বাক্য পাঠের সওয়াব তারা কিভাবে লিখবে।

তারা আকাশে আরোহণ করে বলল, হে আমাদের প্রভু! তোমার বান্দা একটি বাক্য বলেছে। আমরা বুঝতে পারছি না- এর সওয়াব কিভাবে লিখব? যদিও আল্লাহতায়ালা সবকিছু জানেন তবুও জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা বাক্যটি পাঠ করে আল্লাহকে শোনালেন। আল্লাহতায়ালা বললেন, (যেহেতু এ বাক্যের সওয়াব লেখার সামর্থ্য তোমাদের নেই সেহেতু) আমার বান্দা যা বলেছে তোমরা সেটাই লিখে রাখ। সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে- তখন আমি নিজে তাকে এর প্রতিদান দেব-

يا رَبِّ لَكَ الحَمْدُ كما يَنْبَغِي لِجَلالِ وَجْهِكَ ولِعَظِيمِ سُلْطانِكَ

উচ্চারণ : ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা। -ইবনে মাজাহ : ৩৮০১

অর্থ : হে আমার প্রভু! তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতেই তোমার জন্য প্রশংসা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘন্টা, জুলাই ০৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।