ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

অপার মহিমার রমজান

‘মাসয়ালা’

যেসব সম্পদের জাকাত দিতে হবে না

কাজী আবুল কালাম সিদ্দীক, অতিথি লেখক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
যেসব  সম্পদের জাকাত দিতে হবে না

মাসয়ালা : সুদি টাকার উপর জাকাত ওয়াজিব হয় না। তাই জাকাত দেয়ার জন্য ব্যাংক ব্যালেন্স হিসেব করার সময় সুদি টাকার হিসেব করার কোনো প্রয়োজন নেই।

শুধুমাত্র মূল টাকা যা ব্যাংকে রাখা হয়েছিল তার উপর জাকাত আবশ্যক হবে। সুদি বা হারাম টাকা মূল মালিকের কাছে ফেরত দেয়া জরুরী। যদি তা দেয়া সম্ভব না হয়, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া দান করা আবশ্যক।

মাসয়ালা : নিত্য ব্যবহার্য বস্তু, যেমন কম্পিউটার, ফ্রিজ, মোবাইল, সোফা ইত্যাদির উপর জাকাত আবশ্যক হয় না। -ফতোয়ায়ে শামি: ২/২৯১

মাসয়ালা : মানুষের নিত্যপ্রয়োজনীয় বস্তু যথা খাবার, পানীয়, বিছানা, আসবাবপত্র, থাকার ঘর, বাহন, গাড়ী, পোশাকের (ব্যবহার্য সোনা-রূপা ছাড়া) উপর জাকাত নেই। -আদ দুররুল মুখতার: ২/২৬৫

এ বিষয়ে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন- ‘মুসলিমের দাস-দাসী, ঘোড়ার ওপর জাকাত নেই। ’ 

মাসয়ালা : নিজের ও পোষ্য পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের ওপর জাকাত ফরজ নয়। -মুসান্নাফ আবদুর রাজ্জাক: ৪/১৯; আদ দুররুল মুখতার: ২/২৬৫

মাসয়ালা : ভাড়া দেয়ার উদ্দেশে নির্মিত ঘরবাড়ি বা অন্য কোনো সামগ্রী, তেমনি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের সেসব আসবাবপত্র- যা ব্যবসার পণ্য নয়, এগুলোর উপর জাকাত ফরজ নয়।

মাসয়ালা : পোলট্রি ফার্মে যে সব মুরগি বা ডিম সরাসরি বিক্রির উদ্দেশ্যে থাকে তার মূল্যের উপর জাকাত প্রদান করতে হবে। কিন্তু যে সবি লেয়ার মুরগি ডিম উৎপাদনের জন্য রাখা হয়, সরাসরি বিক্রয়ের জন্য নয়, সেগুলোর মূল্যের ওপর জাকাত আসবে না। -আদ দুররুল মুখতার: ২/২৭৩-২৭৪

মাসয়ালা : কেউ যদি পুকুর বা হাউজ ইত্যাদিতে বিক্রির উদ্দেশ্যে মাছ বা মাছের পোনা ক্রয় করে ছাড়ে তাহলে সেগুলোরও বাজার মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। -আদ দুররুল মুখতার: ২/২৭৩

মাসয়ালা : শুধু দুধ বিক্রির উদ্দেশ্যে করা হলে গরুর মূল্যের ওপর জাকাত আসবে না। গরু সরাসরি বিক্রি  করা উদ্দেশ্য হলে তার মূল্যমানের ওপর জাকাত আবশ্যক হবে। -আদ দুররুল মুখতার: ২/২৭৩

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘন্টা, জুলাই ০৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।