হজরত আবু বকর সিদ্দীক (রা.) আল্লাহর রাসূল (সা.)-এর কাছে নিবেদন করলেন, আমাকে এমন একটি ওজিফা (দোয়া বা আমল) শিখিয়ে দিন যা আমি সকালে ও সন্ধ্যায় পাঠ করব। নবী করিম (সা.) তাকে শিখালেন এবং বলে দিলেন, তুমি এ বাক্য সকালে পাঠ করবে, সন্ধ্যায় পাঠ করবে এবং শোয়ার সময় পাঠ করবে।
اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِى وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
উচ্চারণ : আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি। আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি। রাব্বি কুল্লি শাইয়িন। ওয়া মালিকাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আউজু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররিশ শাইতানি ও শিরকিহি।
অর্থ : আকাশ ও জমিনের স্রষ্টা, উপস্থিত ও অনুপস্থিতের জ্ঞানী, সবকিছুর প্রতিপালক ও মালিক! আমি স্বাক্ষ্য দিচ্ছি আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি নিজের নফসের অনিষ্ঠ থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং শিরক থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘন্টা, জুলাই ১৬, ২০১৫
এমএ/